বিবস্বান্ - একটি সাহিত্য গোষ্ঠী দ্বারা প্রকাশিত বার্ষিক সাহিত্য পত্রিকা
বিবস্বান্ নবাঙ্কুর - একটি সাহিত্য পত্রিকা, পঞ্চম বর্ষ, পঞ্চম সংখ্যা ১৪২৫
বিবস্বান্ নবাঙ্কুর - একটি সাহিত্য পত্রিকা, পঞ্চম বর্ষ, পঞ্চম সংখ্যা ১৪২৫
জন্যে লেখা পাঠানোর সময়সীমা ইতি মধ্যে শেষে হয়েছে। দেশ-বিদেশ থেকে এত লেখা আমাদের কাছে জমা পরেছে আ দেখে আমরা নিজেরাই হতভাগ। মাত্র পাঁচ বছরের মধ্যে এত মানুষের উৎসাহ এবং উদ্দীপনা আমরা সাথে পেয়েছে তার জন্যে আপমার আপনাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আমরা আশারাখি আপনাদের এই সহযোগিতা কে সঙ্গী করে আমাদের আগামী সংখ্যা আরও সাফল্য লাভ করবে এবং নতুন সাহিত্যিকদের সকলের সামনে তুলে ধরবে।