Tuesday, April 17, 2018

লেখা আহ্বান


১. বিবস্বান্‌-একটি সাহিত্য গোষ্ঠী কর্তৃক প্রকাশিত বিবস্বান্‌ নবাঙ্কুর – একটি সাহিত্য পত্রিকা বার্ষিক পত্রিকা। প্রতি বাংলা নববর্ষ এবং শারদীয়ায় সংখ্যা একত্রে প্রকাশ। দলমত নির্বিশেষে সকলের জন্যে।
২. কাগজের এক পিঠে, পুরো নাম –ঠিকানা এবং বিভাগ উল্লেখ সহ লেখা ও চিঠি পাঠান। কৃপণতা করে চিরকুটে লেখা পাঠাবেন না। হাতে অথবা বাংলা টাইপ করেও লেখা পাঠাতে পারেন। হাতের লেখা অপরিষ্কার বা পড়া না গেলে, বানান ব্যকরণে ভুল থাকলে লেখা পত্রিকার কমিটির দ্বারা মনোনীত হবে না।
৩. ইমেলেও লেখা পাঠাতে পারেন। ই-মেলে যেকোন বাংলা সফ্‌টওয়ারে টাইপ করে কেবল মাত্র পিডিফ ফাইল পাঠাবেন। অবশ্যই তাতে নিজের পরিচয়, বিভাগ উল্লেখ করতে ভুলবেন না।
৪. কেবল মাত্র স্বরচিত, অপ্রকাশিত গল্প(৪০০ শব্দ), কবিতা(১৮ লাইন), প্রবন্ধ (৪০০ শব্দ, তথ্যসূত্র সমেত), নিবন্ধ (৪০০ শব্দ), রম্য রচনা (৪০০ শব্দ), গ্রন্থ সমালোচনা (৪০০শব্দ), নাটক (৫০০শব্দ), প্রহসন (৪০০শব্দ) পাঠাবেন।
৫. লেখা নির্বাচনের ক্ষেত্রে পত্রিকার কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। পত্রিকায় মনোনীত লেখার সূচীপত্র যথাসময়ে আমাদের অফিসিয়াল পেজটি দেওয়া হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন।
৬. লেখক এবং বিজ্ঞাপন দাতাদের সৌজন্য সংখ্যা আমাদের দপ্তর থেকে সংগ্রহ করে নিতে পারেন এছাড়া বইমেলার স্টল থেকেও সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া ডাকযোগে পাঠানোর ব্যবস্থা আছে।
৭. পত্রিকার কোন বিভাগের কোন লেখা এবং পত্রিকা বিষয়ক কোন প্রকার মতামত বা অভিযোগ থাকলে আমাদের সরাসরি চিঠি বা ইমেল পাঠাতে পারেন। সেরা চিঠিও পাঠাকের কলমে আমরা প্রকাশ করবো।
৮. আপনার বই, পত্রিকা আলোচনা এবং সমালোচনা জন্যে আমাদের দপ্তরে আপনার ২ কপি বই পাঠিয়ে দিন।নির্বাচিত বইয়ের আলোচনা – সমালোচনা প্রকাশিত হবে।
৯. সম্পাদক, সহ সম্পাদক, এছাড়া বিবস্বান্‌ - একটি সাহিত্য গোষ্ঠী’র কোন প্রকার সদস্যের হাতে, পকেটে, পথেঘাটে লেখা গুজে দেওয়া নিষেধ। কোন প্রকার সাহায্যের জন্যে আমাদের দপ্তরে যোগাযোগ করুন।

************ দপ্তরের ঠিকানা ************

‘বিবস্বান্‌ - একটি সাহিত্য গোষ্ঠী’
সম্পাদক – মৃন্ময় ভৌমিক
১৮৫/১৮৬/৪,শিবপুর রোড,শিবপুর হাওড়া,
পোস্ট অফিস এবং থানা – শিবপুর, জেলা – হাওড়া
পিনকোড – ৭১১১০২. রাজ্য – পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
শিবপুর হিন্দু বালিকা উচ্চবিদ্যালের বিপরীতে, ফ্ল্যাট নম্বর – ২০১ (দ্বিতলে)
ফোন - +৯১. ৯৮০৪১২৬৭৫৮/৮৯৮১৫১০৩০৫/৯০০৭১৫৫৭৪৭
ইমেল – bibaswan.nabankur@gmail.com

অফিসিয়াল পেজ – www.facebook.com/bibaswan.nabankur
www.twitter.com/@bibasw1

No comments:

Post a Comment